বিএসএমএমইউয়ে ড্যাবের কমিটি স্থগিত

বিএসএমএমইউয়ে ড্যাবের কমিটি স্থগিত

প্রথম নিউজ, ঢাকা : বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ড্যাব বিএসএমএমইউ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার শাখার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ড্যাবের সভাপতি ডা. হারুন জানান, হয়ত উপর মহল থেকে বিএসএমএমইউ বিষয়ে অভিযোগ গিয়েছে। তাদের থেকে আমাদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আমরা আপাতত কমিটির কার্যক্রম স্থগিত করে এ বিষয়ে খতিয়ে দেখব।

তবে বিএসএমএমইউতে বড় ধরনের কোনো কার্যক্রম পরিচালনা হয়নি। তবু কোনো অন্যায় হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যই স্থগিত করেছি কমিটি।