বিএসএফের গুলিতে নিহত বাবুর লাশ হস্তান্তর আজ
আজ বিকালে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর লাশ তিন দিন পর আজ বিকালে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম।
গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ভুলবশত ভারতের কুণ্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু।
এ সময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বাবু।
সোমবার বিকাল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে নিহত বাবুর লাশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সে দেশের পুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।
নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: