বিএনপির প্রত্যেকেই হত্যা-তাণ্ডবের ভয়ংকর জল্লাদ: ইনু

বিএনপির প্রত্যেকেই হত্যা-তাণ্ডবের ভয়ংকর জল্লাদ: ইনু

প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়া সার্কিট হাউজে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসানুল হক ইনুকুষ্টিয়া সার্কিট হাউজে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া বা বিএনপির নেতারা বারবার সরকার উৎখাতের হুঙ্কার ছাড়ছে। বিএনপির নেতারা যতই গণতন্ত্র, নির্বাচন নিয়ে হইচই করুক না কেন তারা গণতন্ত্রের ফেরেশতা নয়। তারা প্রত্যেকেই আসলে মানুষ পোড়ানো, জঙ্গি, তাণ্ডব ও হত্যা ভয়ংকর সব জল্লাদ। সুতরাং তারা নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে না।’

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘আসলে সমান সুযোগের নামে তারা সব মানুষ পোড়ানোর আসামি, জঙ্গি তাণ্ডবের আসামি, হত্যা খুনের আসামি, গ্রেনেড হামলার আসামিদেরকে রাজনীতির মাঠে হালাল করার প্রস্তাব নিয়ে মাতামাতি করছেন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের ঠোঙায় কার্যত অপরাধীদের জায়েজ করার দরকষাকষি চলবে না। সুতরাং আমি মনে করি, বিএনপি যে অস্বাভাবিক সরকারের কথা বলছে, যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কার্যত মানুষ পোড়ানোর খুনি, জঙ্গি তাণ্ডবের আসামি, হত্যা খুনের আসামী, গ্রেনেড হামলার আসামিদের রেহাই দেওয়ার সরকার হিসেবে কাজ করবে। সুতরাং বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে।’

জাসদ সভাপতি বলেন, ‘এর সঙ্গে কোনও নির্বাচন, গণতন্ত্র নিরপেক্ষতা, সুষ্ঠুতার কোনও সম্পর্ক নেই। আমার জানামতে ভারত নির্বাচন নিয়ে কথা বলেনি, চীন বা বেশিরভাগ দেশেই কথা বলেনি। সুতরাং নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের কিছু দেশ তারা মন্তব্য করছে। আমি মনে করি এই মন্তব্যের সঙ্গে তাদের ভূরাজনৈতিক স্বার্থ জড়িত আছে। গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই।’

বিএনপিকে হত্যা খুনের সিন্ডিকেট আখ্যা দিয়ে ইনু বলেন, ‘বিএনপি নেতারা একেবারে পরিকল্পিতভাবে মানুষ পড়িয়েছে, জঙ্গি সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ খুন করেছে। গ্রেনেড হামলার মধ্যে দিয়ে মানুষ হত্যা করেছে। সুতরাং বিএনপি ক্ষমতায় থাকলেও মানুষ মারে, ক্ষমতার বাইরে থেকেও ১৪ বছর মানুষ মেরেছে তারা। বিএনপি আমার কাছে মনে হয়েছে যে মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব, হত্যা খুনের আসামিদের একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট তাদের এই মামলা থেকে রেহাই পাওয়ার রাজনীতি হচ্ছে তাদের প্রধান রাজনীতি। এখানে নির্বাচন গণতন্ত্রের কোনও সম্পর্ক নেই।’

এ সময় জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।