বিএনপি’র গণঅবস্থান কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি’র গণঅবস্থান কর্মসূচিতে গাড়ি ভাঙচুরসহ অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। গতকাল ডিএমপি’র সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তারা গণঅবস্থান কর্মসূচি পালন করবে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে সড়ক বন্ধ করে কোনো কর্মসূচি পালন না করে। সড়ক বন্ধ করে কর্মসূচি পালন করলে জনদুর্ভোগ বাড়ে। গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হৃদয়ে দেশ ও দেশের মানুষকে ধারণ করতেন। আজকে তার স্মৃতি ধরে রাখার জন্য আপনারা এখানে মুজিব কর্নার স্থাপন করার আয়োজন করেছেন। সেজন্য আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রজন্মের পর প্রজন্ম এটা দেখবে। সবাই জানবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা।
যে জাতি ইতিহাস জানে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ডিএমপি’র প্রবেশ মুখে সুন্দর একটি কর্নার করা হয়েছে এবং সেটি উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ১০ই জানুয়ারিতে। এটা খুবই সুচিন্তিত পরিকল্পনা। পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ পুলিশ সবসময় তার দায়িত্ব পালন করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার জন্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আগুন-সন্ত্রাস যেকোনো অপপ্রয়াস পুলিশ রুখে দিয়েছে। আগামী দিনেও আইনশৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার মতো যেকোনো অপপ্রয়াস রুখে দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: