ফরিদপুরে ভ্যানচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড
প্রথম নিউজ, ফরিদপুর : ভ্যানচালক মো. নয়ন সরদার হত্যার ঘটনায় রাশেদ কবীরকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন ফরিদপুরে সেশন জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শিহাবুল ইসলাম। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অপর আসামি মিজানুর রহমানকে (৩৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
রোববার (১৪ জুলাই) দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এর সত্যতা নিশ্চিত করে সরকারি কৌসুঁলি ছানোয়ার হোসেন জানান, শুনানি, সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বের হয়ে নয়ন সরদার আর বাড়ি ফেরেননি। ঘটনার পর ৯ ফেব্রুয়ারি সকালে একই ইউনিয়নের বকশীপুর গ্রামের একটি জমি থেকে নয়ন সরদারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নয়ন সরদারের বাবা ওই দিনই বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জেল হোসেন ওই বছরের ৩১ অক্টোবর রাশেদ কবীর এবং মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।