বাংলাদেশ সফরে আসছেন রোহিত-কোহলিরা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আগামী আগস্টে এই সফর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সূচিও চুড়ান্ত হয়ে গেছে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে পা রাখবে। ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচ হবে ২০ আগস্ট। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় তথা শেষ ওয়ানডে।
বন্দরনগরীর একই ভেন্যুতে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ খেলেই দুই দল আবারও ঢাকা ফিরে আসবে। মিরপুর শেরেবাংলায় শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৯ এবং ৩১ আগস্ট। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর বিরাট কোহলি-রোহিত শর্মারা দেশে ফেরার বিমানে উঠবেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর একটি। উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই লড়াই উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের মাঝে বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। আমি নিশ্চিত আরেকটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, দর্শকরাও বিনোদন পাবেন।’
এক নজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:
তারিখ |
শিডিউল |
ভেন্যু |
১৩ আগস্ট |
প্রথম ওয়ানডে |
মিরপুর |
২০ আগস্ট |
দ্বিতীয় ওয়ানডে |
মিরপুর |
২৩ আগস্ট |
তৃতীয় ওয়ানডে |
চট্টগ্রাম |
|
|
|
২৬ আগস্ট |
প্রথম টি-টোয়েন্টি |
চট্টগ্রাম |
২৯ আগস্ট |
দ্বিতীয় টি-টোয়েন্টি |
মিরপুর |
৩১ আগস্ট |
তৃতীয় টি-টোয়েন্টি |
মিরপুর |