ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু
প্রথম নিউজ, ফরিদপুর : ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈলা গ্রামের বাসিন্দা কনক বসুর স্ত্রী করুনা বসু (৫০), ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া এলাকার ইমনের স্ত্রী ঋতু (২০) ও গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের আলফু শেখের স্ত্রী সালমা (৬৮)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৪৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত কয়েকদিন ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত রোগীদের মৃত্যু হচ্ছে। এখানে মানুষ এখনও ডেঙ্গুকে সিরিয়াসভাবে নেয়নি। এজন্য ডেঙ্গু আক্রান্ত হয়েও তারা হাসপাতালে আসছে না। দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বেড়ে যাওয়ায় আমাদের শেষ মুহূর্তে তেমন কিছু করার সুযোগ থাকে না। এজন্য এই সংকটময় সময়ে সবাইকে সতর্ক হতে হবে।