ফরিদপুরে ট্রাকচাপায় একজন নিহত

 ফরিদপুরে ট্রাকচাপায় একজন নিহত

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ট্রাক চাপায় তপন কুমার রায় (৫৮) নামে এক মোটরসাইকেল মেকার নিহত হয়েছেন।
Bangladesh Parliament Electionজাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।

বুধবার (১০ জানুয়ারী) দুপুরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তপন কুমার রায় মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত গোকুল চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তপন কুমার রায় ইজিবাইক যোগে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ইট বোঝাই একটি ট্রাক ইজিবাইকের পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দেয়। ঢ়টনার পর স্থানীয়রা তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন  বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।