ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ,ফেনী: ফেনীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে তিন জন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ জানান, ট্রাকটি নোয়াখালীর দিকে যাচ্ছিল এবং অটোরিকশা যাচ্ছিল ফেনীর দিকে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এক নারীর মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews