পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে ব্যবসায়ী গুলিবিদ্ধ
রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১১টার দিকে উপজেলার পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহেল ওই এলাকার মো. জুলহাসের ছেলে।
প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মো. সোহেল নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১১টার দিকে উপজেলার পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহেল ওই এলাকার মো. জুলহাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ডিঙ্গাভাঙ্গা এলাকায় বন্ধুদের সঙ্গে গুলিভর্তি পিস্তল নিয়ে খেলার ছলে নাড়াচাড়া করছিলেন। এসময় হঠাৎ পিস্তল থেকে গুলি বেরিয়ে সোহেলের পেটে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।