পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি, আহত ৭

দখলকৃত পশ্চিমতীরে ইসারায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি, আহত ৭
পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি, আহত ৭-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দখলকৃত পশ্চিমতীরে ইসারায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা গেছে, ইসরায়েলি সেনাদের বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয়। এতে ইসরায়েলের ছয় সেনা ও বাসের চালক আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পালানোর সময় দুইজন সন্দেহভাজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। পশ্চিমতীরের জেনিন ও নাবলুসের মধ্যে এ ঘটনা ঘটে। এই দুই শহরে গত কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী
ভয়াবহ তল্লাশি অভিযান চালাচ্ছে।

যদিও এ ঘটনার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে হামাসের একজন মুখপাত্র হামলার প্রশংসা করে জানিয়েছে, ইসরায়েলের উদ্দেশ্য কখনো সফল হবে না।

এর আগে দখলদার ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। এই দুই জনের একজনকে গুলি করে ও অপর ব্যক্তিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তাছাড়া অন্যান্য গুরুতর অপরাধে আরও তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে দণ্ড পাওয়া সবাই ফিলিস্তিনির নাগরিক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom