পুলিশের নতুন এআইজি মিডিয়া মো. মনজুর রহমান

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মনজুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি পুলিশ সদস দপ্তরে তার বদলি হয়েছে। 

পুলিশের নতুন এআইজি মিডিয়া মো. মনজুর রহমান
মো. মনজুর রহমান

প্রথম নিউজ, ঢাকা: পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনজুর রহমান। শনিবার রাতে পুলিশ সদরদপ্তর সূত্র এ তথ্য জানায়।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মনজুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি পুলিশ সদস দপ্তরে তার বদলি হয়েছে। 

মনজুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত অবস্থায় মাদক, চুরি-ডাকাতি ছিনতাই রোধে ব্যাপক অভিযান চালিয়েছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করে সুনাম কুড়িয়েছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত পুলিশের এই কর্মকর্তা ভালো কাজের স্বীকৃতি স্বরুপ দুইবার 'প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন।

এর আগে তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে মো. কামরুজ্জামানের এই পদে ছিলেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom