পরীমনির এবারের জন্মদিনে যে বড় চমক থাকবে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি

 পরীমনির এবারের জন্মদিনে যে বড় চমক থাকবে
 পরীমনির এবারের জন্মদিনে যে বড় চমক থাকবে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। আগামী ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি নিয়েছেন সম্প্রতি মা হওয়া এই নায়িকা।

সেদিন অনেক চমকের ভিড়ে থাকছে ‘তার কাহিনি’ অবলম্বনে বড় একটি ভিজ্যুয়াল প্রোডাকশন নির্মাণের ঘোষণা। ‘পরীর কাহিনি ধরে’ ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও নির্মাণ করা হবে- এমনটাই জানিয়েছেন নির্মাতা রুদ্র হক।

‘নতুন জন্মের গল্প’ আসলে নাটক, সিনেমা, ডকুমেন্টারি নাকি অন্যকিছু; সেটিও এখনই নিশ্চিত করতে চাইছেন না কাহিনিকার ও নির্মাতা। তবে ধারণা করা হচ্ছে, এটি বায়োগ্রাফি ঘরানার একটা কিছু হবে। যেখানে উঠে আসবে রাজ-পরী ও তাদের পুত্র রাজ্যর আনন্দও প্রেমময় গল্প।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে মুঠোফোনে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে নির্মাতা রুদ্র হক বলেন, ‘এটা আসলে পরীমনির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক হিসেবে থাক। আগামীকালই (২৪ অক্টোবর) আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানাব। আমরা চাই না, জন্মদিনের আগে চমকটি নষ্ট হোক।

এদিকে পরীমনি জন্মদিন উপলক্ষে। তার অভিনীত আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রথম গান ‘তুই কি আমায় ভালোবাসিস’ প্রকাশ হবে আগামীকাল (২৪ অক্টোবর) রাত ৮.৩০ মিনিটে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom