প্রবাসীদের সেবায় কোনো অবহেলা নয়, কর্মকর্তাদের প্রতিমন্ত্রী

প্রবাসীদের সেবায় কোনো অবহেলা নয়, কর্মকর্তাদের প্রতিমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা : প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

রোববার (২১ জানুয়া‌রি) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠায়। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কাজেই প্রবাসীদের সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রিতা কাম্য নয়।


শফিকুর রহমান বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলোর যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।