পূর্বাণী গ্রুপের সঙ্গে জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চুক্তি
প্রথম নিউজ, ঢাকা : রুফটপ সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের জন্য জিটেক ইনফ্রাকচার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পূর্বাণী গ্রুপ। রোববার (২০ আগস্ট) রাজধানীর গুলশানে পূর্বাণী গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূর্বাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার ও জিটেকের ব্যবস্থাপনা পরিচালক ডিএম আবু বকর সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় মিনহাজ কন্টিনেন্টাল এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ কামাল খান, জিটেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কৌশলগত অংশীদার এবং উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।