প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

 প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

প্রথম নিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এম এম ইমরুল কায়েস। যিনি আগে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ছিলেন।

তাকে এ নিয়োগ দিয়ে বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে তার নিয়োগের ২০২৩ সালের আদেশ বাতিল করা হয়েছে।

বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) ছিলেন।