প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা
বগুড়ার ধুনট উপজেলায় আল মায়েদা আকতার রজনী (৮) নামে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে
প্রথম নিউজ, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় আল মায়েদা আকতার রজনী (৮) নামে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে শিশুটির বাবা শনিবার সকালে ধুনট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।
এরআগে শুক্রবার রাতে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এলাঙ্গী বাজারে যাবার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
রজনী উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়ার গাজীউর রহমান তালুকদারের মেয়ে। সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে ওই জঙ্গলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।
পুলিশ জানান, রজনী বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে এলাঙ্গী বাজারের দিকে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করলেও তার সন্ধান পায়নি। গাজীউর রহমান শুক্রবার দুপুরের দিকে ধুনট থানায় সাধারণ ডায়েরি করেন। রাত ৮টার দিকে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম আরও জানান, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে পুরোপুরি জানা যাবে।
শিশুর বাবা শনিবার সকালে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে।