প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

রোববার (৮ অক্টোবর) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস- ২০২৩ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, সরকার সব ধরনের প্রতিবন্ধীতা শনাক্ত করে নিয়মিত ভাতা দিচ্ছে। প্রতিবন্ধীতার ধরন অনুসারে চিকিৎসা ও পুনর্বাসন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, দেশের আট বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন তৈরি করা হবে। আগামীর বাংলাদেশে সেরিব্রাল পালসিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তি স্বাচ্ছন্দ্যে বসবাস করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান বক্তব্য রাখেন। আলোচনা সভায় সেরিব্রাল পালসি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।