পূর্ণিমার বিয়ে নিয়ে কি বললেন জায়েদ খান

‘অভিনন্দন। পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।’

পূর্ণিমার বিয়ে নিয়ে কি বললেন জায়েদ খান
পূর্ণিমার বিয়ে নিয়ে কি বললেন জায়েদ খান

প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করেছেন। তবে সে খবর জানিয়েছেন দুই মাস পর। তার এই বিয়ে নিয়ে চলছে জোর আলোচনা। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এদিকে চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফায়েড আইডিতে পূর্ণিমা-রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করেছেন। জানা গেছে, একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন এই নবদম্পতি। 

নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন— ‘অভিনন্দন। পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।’ উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom