পদত্যাগ করবেন ইসরাইলের সেনাপ্রধান

তবে এখনই নয়, এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

পদত্যাগ করবেন ইসরাইলের সেনাপ্রধান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ-এর চিফ অব স্টাফ হার্জি হালেভি। তবে এখনই নয়, এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়, শুধু হালেভি একাই নন, সেনাবাহিনীর আরও বহু উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে পদত্যাগ করবেন বলে জানা গেছে। কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ৭ই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন। 

এটিকে ইসরাইলের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরাইল সরকার। তবে সেই তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা। আপাতত যুদ্ধ চলছে তাই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা। এর আগে হালেভি একবার বলেছিলেন, গত ৭ই অক্টোবর যা হয়েছে তার জন্য আমিই দায়ী। এরপর থেকে যা হয়েছে এবং যা হবে আমি একাই তার সব দায় নেব। আমরা এখন যুদ্ধে আছি। তাই আমাদের ফোকাস শুধুমাত্র যুদ্ধের দিকে থাকতে হবে।