পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬২ ও ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১২৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগেরদিন ডিএসইতে ৪৭০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- দেশবন্ধু পলিমার, এমারেল্ড অয়েল, ফুওয়াং ফুড, মনোস্পুল পেপার, বিচ হ্যাচারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, জেমেনী সী ফুড, সোনালি আঁশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও খুলনা প্রিন্টিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬০৪ পয়েন্টে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগেরদিনের চেয়ে লেনদেন ১ কোটি টাকা বেড়েছে। আগেরদিন ৬ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।