পেছালেন সালমান, জন্মদিনে শাহরুখের চমক
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-থ্রি’ মুক্তি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই
প্রথম নিউজ, ডেস্ক :বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-থ্রি’ মুক্তি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কবে পর্দায় দেখা দিচ্ছেন ভাইজান-এ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। ভক্তদের কথা চিন্তা করে ২০২৩ সালের ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘টাইগার-থ্রি’ মুক্তির তারিখ ঘোষণা করেন সালমান। কিন্তু শেষতক কথা রাখতে পারলেন না। আবারও পেছাল ভাইজানের পর্দার আসার তারিখ। ঈদুল ফিতরে নয়, আগামী দীপাবলিতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। নতুন এ ঘোষণাটি টুইট বার্তায় জানিয়েছেন সালমান খান। টুইটারে সালমান লিখেছেন, ‘টাইগারের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। দীপাবলি ২০২৩! আপনার কাছাকাছি বড় পর্দায় যশরাজের ৫০তম সিনেমা ‘টাইগার-থ্রি’ উপভোগ করুন।’
অবশ্য এখনো পর্যন্ত দীপাবলিতে নতুন কোনো বড় সিনেমার মুক্তির ঘোষণা আসেনি। যদিও ধারণা করা হচ্ছে, কমল হাসানের ‘ইন্ডিয়ান-টু’ মুক্তি ওই সময় পেতে পারে। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ হয়নি। তাই বোঝা যাচ্ছে, এককভাবে দীপাবলিতে ভক্তদের সামনে আসছেন বলিউড ভাইজান। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার-থ্রি’, সালমান এবং ক্যাটরিনা কাইফকে কিছু কঠিন স্টান্ট করতে দেখা যাবে। বেশ ঝুঁকি নিয়েই এ দৃশ্যগুলো নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসাবে থাকছেন শাহরুখ খান। একটি বিশেষ ক্যামিওতে পর্দায় দেখা যাবে তাকে।
এদিকে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়েও সিনেমাপ্রেমীদের আগ্রহ প্রবল। কেননা গত চার বছর কিং খানের নতুন কোনো সিনেমা দেখেননি ভক্তরা। দীর্ঘসময় বড় পর্দা থেকে দূরে থাকার পর আগামী বছরের শুরুতেই ‘পাঠান’ সিনেমার সঙ্গেই কামব্যাক করবেন শাহরুখ। এ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান। যশরাজ ফিল্মসের এ সিনেমাতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। থাকছেন জন আব্রাহামও। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জানা গেছে, কিং খানে ৫৭তম জন্মদিনেই সামনে আসবে ‘পাঠান’-এর নতুন টিজার। জন্মদিনটা আরেকটু স্পেশাল করে তুলতে চায় ‘পাঠান’ টিম, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এ সিনেমার ফার্স্ট লুক পোস্টারগুলো এরই মধ্যে ভক্তদের চমকে দিয়েছে। অ্যাকশন-প্যাক এ সিনেমাতে শার্টলেস শাহরুখকে দেখে অনেকটা অবাকই হয়েছেন দর্শক। ট্রেলার প্রকাশ হবে শিগ্গির। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘পাঠান’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews