পিএসজিকে ‘প্রিজন সেইন্ট জার্মেইন’ ডাকেন এমবাপ্পে!

পিএসজিকে ‘প্রিজন সেইন্ট জার্মেইন’ ডাকেন এমবাপ্পে!

প্রথম নিউজ,স্পোর্টস ডেস্ক: নেইমার জুনিয়র পিএসজি আসার পর একটা মৌসুম চুপচাপ খেলেছেন। দ্বিতীয় মৌসুম চলাকালীন তিনি পিএসজি ছাড়তে উঠে পড়ে লাগেন। বার্সেলোনায় ফেরার খুব কাছেও চলে গিয়েছিলেন। পিএসজি থেকে মুক্তি পেতে বার্সার চিরশত্রু রিয়াল মাদ্রিদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন এই ব্রাজিলিয়ান। এরপর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেও প্রতি মৌসুমের দলবদলের বাজারেই পিএসজি ছাড়ার খবরের শিরোনাম হন এই সেলেসাও তারকা।

মনের বিরুদ্ধে বার্সা ছেড়ে ফ্রি এজেন্টে পিএসজি যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তাকে নিয়ে খুব ঢাকঢোল পিটিয়েছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু মেসি যেখানে সুখে ছিলেন না। দুই মৌসুম পার হতেই যেন দমছেড়ে বাঁচলেন এই আর্জেন্টাইন। পিএসজি’তে ওই দুই বছর ভালো ছিলেন না এই কথাও অকপটে স্বীকার করেছেন লিও। 

নেইমার-মেসির সঙ্গে তরুণ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুর্দান্ত এক ত্রিফলা গড়েছিল পিএসজি। ওই তিন স্তম্ভকে ক্লাবটির ‘আইফেল টাওয়ার’ বলা হচ্ছিল। এবার কিলিয়ান এমবাপ্পেও চুক্তি নবায়ন করার এক মৌসুম পরেই ক্লাব ছাড়ার পথ খুঁজছেন।  

কাতারি পেট্রো ডলারের অর্থে বড় বড় তারকা কিনলেও প্যারিসে তারা সুখী নন। এর একটা কারণ সম্ভবত ক্লাবটির প্রেসিডেন্ট, পরিচালকদের অতিরিক্ত ‘মাতব্বরি’। সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান দাবি করেছে, সতীর্থদের আড্ডায় পিএসজিকে ‘প্রিজন সেইন্ট জার্মেইন’ ডাকেন এমবাপ্পে। 

কিলিয়ান এমবাপ্পের অবশ্য ক্লাব ছাড়তে চাওয়ার আরও কিছু কারণ আছে। পিএসজির দলগত সাফল্য ও ব্যক্তিগত অর্জন নিয়ে খুশি নন তিনি। যেখানে গেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যাবে, লিগ শিরোপায় প্রতিদ্বন্দ্বীতা হবে সেখানেই যেতে চান তিনি।