নোয়াখালীতে ২ বাসে আগুন, গ্রেফতার ৭

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

নোয়াখালীতে ২ বাসে আগুন, গ্রেফতার ৭

প্রথম নিউজ, নোয়াখালী: বিএনপির ডাকা দ্বিতীয় দফায় দেশব্যাপী অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে জেলা শহর মাইজদীসহ উপজেলা শহরগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।

অপরদিকে অবরোধ প্রতিরোধে জেলার রোববার কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ ও সদর উপজেলায় অবস্থান নেন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অন্যদিকে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

অবরোধের সমর্থনে মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজার, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। ঢিলেঢালাভাবে পালিয়ে হয়েছে অবরোধের প্রথম দিন।

অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান রায়হানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংকালে ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বেগমগঞ্জ বিএনপির চারজন, কোম্পানীগঞ্জের দুজন, সদর উপজেলার একজন ছাত্রদল নেতা রয়েছেন।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাহির থেকে হয়তো বাসের জানাল দিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।