নারায়ণগঞ্জে শিশু হত্যায় চারজনের মৃত্যুদণ্ড
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ দাবিতে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রহিম জানান, রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।