নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যতিত তফসিল ঘোষণা করা হলে জনগণ প্রত্যাখ্যান করবে: খেলাফত মজলিস
রাজধানীসহ সারাদেশে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রথম নিউজ, ঢাকা: খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের মানুষ আজ ভালো নেই। জনগণ তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফেরত চায়। এ অধিকার না দিয়ে শুধু উন্নয়ন দেখিয়ে সরকার পার পাবে না। গার্মেন্টস শ্রমিকদের বুকে গুলি চালিয়ে তাদের ভাতের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। তাদের মজুরি যে সামান্য পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তা যথেষ্ট নয়। আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে জনতার দাবি আদায়ের আন্দোলন স্তব্ধ করা যাবে না। সরকারকে চলমান সংকট নিরসনে অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। খেলাফত মজলিসের ৮দফা গণদাবি মেনে নিতে হবে। অবিলম্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করতে হবে। সরকারকে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে অবিলম্বে সংলাপে বসতে হবে। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যতিত তফসিল ঘোষণা করা হলে জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
আজ বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পদাক তাওহীদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন খন্দকার, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নুর হোসেন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইন ও উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব ইলিয়াস হোসেন, মুফতি আলী আকরাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক ইমরাইন হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূইয়া, শ্রমিক মজলিস সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, মাওলানা কামাল হোসাইন, মাওলানা আবু ইউসুফ, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুহাম্মদ হাসান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সেলিম হোসাইন, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মুহাম্মদ সালমান প্রমুখ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আজ ঢাকা মহানগরী, সিলেট মহানগরী, বরিশাল মহানগরী, পটুয়াখালী জেলা সহ বিভিন্ন শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।