‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী এ সরকারের পদত্যাগে দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই’
‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই’

প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্টেশন চত্বর থেকে পদযাত্রার মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ের গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-নিপীড়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং গণবিরোধী এ সরকারের পদত্যাগে দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। এ সময় জেলার পাঁচ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে কর্মীরা।

প্রধান অতিথি বলেন, দেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার নেই। এ অধিকার প্রতিষ্ঠা এবং দিনের ভোট দিনেই দেয়ার ব্যবস্থা করতে বিএনপির এ পদযাত্রা। রাষ্ট্রের কর্মকর্তারা জনগণের টাকায় বেতন নিয়ে জনগণকেই আওয়ামী লীগের ইশারা-ইঙ্গিতে অন্যায়ভাবে নির্যাতন করছে। এ নির্যাতন-নিপীড়ন বন্ধে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, গণবিরোধী আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারে এ আন্দোলন অব্যাহত থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: