নারীদের 'স্তন ও যৌনাঙ্গ' লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

নারীদের 'স্তন ও যৌনাঙ্গ' লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

প্রথম নিউজ, ডেস্ক: বিক্ষোভ চলাকালীন ইরানের নিরাপত্তা বাহিনী নারীদের মুখ, স্তন ও যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠেছে। মিররের প্রতিবেদনে বলা হয়, ডাক্তার ও নার্সরা গার্ডিয়ানের কাছে প্রকাশ করেছেন যে নারীরা একাধিক ক্ষত নিয়ে হাসপাতালে আসছেন।  তাদের মুখ, স্তন এবং যৌনাঙ্গে গুলির দাগ স্পষ্ট । একজন ডাক্তার গার্ডিয়ানকে বলেছেন - ''আমি বছর কুড়ির এক তরুণীর চিকিৎসা করেছি, যার যৌনাঙ্গে দুটি গুলি লেগেছিল। তার উরুতে আরও দশটি গুলি করা হয়েছিল। ১০টি গুলি সহজেই অপসারণ করা হয়েছিল, তবে  দুটি গুলি বের করা বেশ চ্যালেঞ্জ ছিল। কারণ সেগুলি তার মূত্রনালীর  মধ্যে আটকে ছিল।  যার মধ্যে যোনিপথে সংক্রমণের একটি গুরুতর ঝুঁকি ছিল।  আহত ওই তরুণী বলেছিলেন যে তিনি যখন প্রতিবাদ করছিলেন তখন প্রায় ১০ জন নিরাপত্তা এজেন্টের একটি দল চারপাশে প্রদক্ষিণ করে এবং তার যৌনাঙ্গ-উরু লক্ষ্য করে গুলি চালাতে থাকে ''। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনির (২২) মর্মান্তিক মৃত্যুর পর বিক্ষোভকারীরা ইরানের ধর্মগুরু শাসকদের উৎখাতের দাবি জানিয়ে আসছে। আমিনিকে তথাকথিত অনুপযুক্ত পোশাকের জন্য গ্রেপ্তার করা হয়েছিল কারণ তার চুল সঠিকভাবে ঢেকে রাখা হয়নি।

মধ্য ইসফাহান প্রদেশের একজন ডাক্তার গার্ডিয়ানকে বলেছেন যে, তিনি মনে করেন কর্তৃপক্ষ পুরুষ এবং নারীদের বিভিন্ন উপায়ে টার্গেট করছে।  তারা বিক্ষোভরত নারীদের সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করছে । গার্ডিয়ানকে চিকিৎসকদের দেয়া ছবিগুলিতে  বার্ডশট পেলেট থেকে বিক্ষোভকারীদের শরীরে ভয়ঙ্কর বুলেটের ক্ষত দেখা গেছে। এক্স-রে  -তে দেখা গেছে একাধিক মানুষের শরীরে ছোট ছোট অনেক ক্ষতচিহ্ন । তেহরানের নিকটবর্তী শহর কারাজের আরেক চিকিৎসকের কথায়, নিরাপত্তা বাহিনী যৌনতা সংক্রান্ত হীনমন্যতায় ভুগছে। সেই কারণেই তারা নারীদের যৌনাঙ্গে গুলি করছে! কারণ আঘাত করে তারা তাদের যৌনতা সংক্রান্ত হীনমন্যতা থেকে মুক্তি পেতে চায়।' 

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom