নাটোরে স্কুল বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন

আজ মঙ্গলবার সকাল ১১টায় গুরুদাসপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন শুরু হয়।

নাটোরে স্কুল বন্ধ করে আওয়ামী লীগের সম্মেলন

প্রথম নিউজ, নাটোর: নাটোরের স্কুল বন্ধ রেখে চলছে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মাইকে উচ্চ শব্দে বক্তৃতা চলায় বন্ধ রাখতে হয়েছে পাশের আরও একটি স্কুলের পাঠদান।

আজ মঙ্গলবার সকাল ১১টায় গুরুদাসপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন শুরু হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু  বলেন, সকালে বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। পরে সম্মেলনের কারণে তিনি বিদ্যালয় ছুটি ঘোষণা করেন।

উচ্চ শব্দে মাইকে বক্তৃতা চলায় গুরুদাসপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বাতিল করা হয়েছে। জানতে চাইলে গুরুদাসপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মর্তুজা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। কিন্তু দরজা-জানালা বন্ধ রেখেও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।

যদিও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় দাবি করেছেন, বিদ্যালয়টির পাঠদান স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, বিদ্যালয় খোলা আছে। তারা দরজা বন্ধ রেখে পরীক্ষা নিচ্ছেন।

জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল বলেন, সম্মেলনস্থলের ১ কিলোমিটারের মধ্যে এইচএসসি পরীক্ষা চলছে। একটি বিদ্যালয়ের মাঠে ক্লাস বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠান হবে সেটা আমার জানা ছিল না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom