আন্দোলন-নির্বাচন-রাষ্ট্র রুপান্তরে একসঙ্গে কাজ করবে গণতন্ত্র মঞ্চ-বিএনপি

আজ মঙ্গলবার দুপুরে গুলশানের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকের পর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব একথা জানান।

আন্দোলন-নির্বাচন-রাষ্ট্র রুপান্তরে একসঙ্গে কাজ করবে গণতন্ত্র মঞ্চ-বিএনপি

প্রথম নিউজ, ঢাকা: সরকার হটানোর আন্দোলন-নির্বাচন-রাষ্ট্র রুপান্তরে একসঙ্গে কাজ করতে ঐক্যেমত্যে পৌঁছেছে গণতন্ত্র মঞ্চ-বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকের পর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব একথা জানান। তিনি বলেন, বাংলাদেশের জন্য আজকের এদিনটি একটি ঐতিহাসিক দিন। সারা পৃথিবীর কাছে আজকে ম্যাসেজ যাবে যে, বাংলাদেশের জনগণ রাতের অন্ধকারে যারা ভোট চুরি করেছে অনৈতিকভাবে, অবৈধভাবে ক্ষমতায় আছে তাদেরকে সরানোর জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক গুলো ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটাবে না। রাষ্ট্র মেরামত করবে, সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে এবং আন্দোলন ও নির্বাচন দুইটাই একসাথে করবে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বলেন, এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণঅভ্যুত্থান সৃষ্টি করতে আমরা একযোগে যুগপত আন্দোলন করব-এ ব্যাপারে আজকে বৈঠকে আমরা একমত হয়েছি। ইতিমধ্যে এই কাজ আমরা শুরু করেছি। আমরা রাষ্ট্রের পরিবর্তনের যে কথা বলেছি সেই পরিবর্তনগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করে আশা করি একমত হতে পারব। আমরা এই বিষয়টাকে দ্রুত করার জন্যে পরবর্তিতে আরো কয়েকটি আলোচনা বসব এবং শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো বলে আমরা নিশ্চিত।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা আপনারদের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে, আমরা ঐক্যবদ্ধভাবে যুগপতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবার জন্য এখন থেকেই। এরকম করেই বলতে পারি যে, আজকে থেকেই। আমরা আন্দোলনে আছি সেই আন্দোলনে থাকবো। তিনি জানান, বিএনপির ভিশন-২০২০ তে বর্ণিত বিভিন্ন প্রস্তাবনার সঙ্গে গণতন্ত্রমঞ্চের প্রস্তাবনার মিল রয়েছে।
‘লিয়াজোঁ কমিটি গঠন হবে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন যে, ইতিমধ্যে বাংলাদেশের জনগনের মধ্যে প্রচন্ড রকমের একটা আগ্রহ-উদ্যোম সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতনের লক্ষ্যে। আমরা  সিদ্ধান্ত নিয়েছি যে, এই বিষয়কে তরান্বিত করার জন্যে আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা দ্রুত করা যায় সেজন্য একটা লিয়াজোঁ কমিটি আমরা গঠন করব। যার মাধ্যমে আমাদের লক্ষ্য, আমাদের দফাগুলো, আমাদের কর্মসূচি, রুপরেখা সব গুলো থাকবে। এই ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা বিশ্বাস করি যে, সরকার পতনের লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়ে আপাতত যুগপত আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্দোলনকে আরো বেগবান করতে পারবো এবং জনগনের সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে আমরা এদেরকে(ক্ষমতাসীনদের) পরাজিত করতে সক্ষম হবো।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নির্বাচনের বিষয় স্পষ্ট করে বলেন,  এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা কেউ যাবো না। আমরা যেটা দাবি করেছি সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধিনে নির্বাচন ও বাংলাদেশের শাসনব্যবস্থা গুনগত পরিবর্তন সংবিধান সংস্কারের মাধ্যমে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১১ টা ৪০ মিনিট থেকে দুই ঘন্টার অধিক সময় এই বৈঠক হয়। বৈঠকে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দলের জেএসডির আসম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন ও সৈয়দ হাসিব উদ্দিন হোসেন প্রমূখ।
বিএনপি মহাসচিবের সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বিদেশে ও সদস্য সচিব নুরুল হক নূর একটি দূতাবাসে সাক্ষাতকারে থাকায় তারা আসতে  বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানান গণতন্ত্রের মঞ্চের নেতারা। এ বছরের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাতটি দল নিয়ে আত্মপ্রকাশ করে গণতন্ত্র মঞ্চ। তারা আওয়ামী লীগের পদত্যাগের দাবি করে আসছে।
সরকার পতনের আন্দোলনের দাবিনামা চূড়ান্ত করতে গণতন্ত্র মঞ্চের সাথে এই সংলাপে বসলো বিএনপি। ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনের পর এটি বিএনপির সাথে তাদের প্রথম বৈঠক। এর আগ চলতি বছরের মে-জুন মাসে গণতন্ত্র মঞ্চের শরিক জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জনসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের সাথে আলাদা আলাদাভাবে সংলাপ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom