নিজের জন্য ৭৮ মিলিয়ন ডলারের প্লেন অর্ডার দিলেন ইলন মাস্ক

টুইটারে অর্থের বিনিময়ে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক

নিজের জন্য ৭৮ মিলিয়ন ডলারের প্লেন অর্ডার দিলেন ইলন মাস্ক
নিজের জন্য ৭৮ মিলিয়ন ডলারের প্লেন অর্ডার দিলেন ইলন মাস্ক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : টুইটারে অর্থের বিনিময়ে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। এজন্য প্রতি মাসে খরচ হবে ৮ মার্কিন ডলার। বুধবারের এমন ঘোষণার পরই ব্যক্তিগত নতুন প্লেন কেনার খবর দিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন এই মালিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজের জন্য অত্যাধুনিক ব্র্যান্ড নিউ প্রাইভেট জেট অর্ডার করেছেন ইলন মাস্ক। যার মডেল ‘গাল্ফস্ট্রিম জি৭০০’। আগামী বছরের শুরুতেই তার কাছে এসে পৌঁছাবে এই প্লেন। দাম প্রায় ৭৮ মিলিয়ন মার্কিন ডলার।

এয়ারক্র্যাফ্ট ‘গাল্ফস্ট্রিম জি৭০০’ এর কেবিনের দৈর্ঘ্য ৫৭ ফুট। অত্যাধুনিক এই বিমানের রেঞ্জ ৭৫০০ নটিক্যাল মাইল। অর্থাৎ একবার পূর্ণ জ্বালানি থাকলে অস্টিন থেকে হংকং পর্যন্ত একটানা উড়ে যেতে পারবে। মাঝপথে জ্বালানি নেওয়ার দরকার হবে না।

বিশেষজ্ঞের মতে, এর কেবিন এই মুহূর্তে বিশ্বে বৃহত্তম, সৃজনশীল ও বহুমুখী। এই বিমানের অন্যতম বিশেষত্ব হলো- রোলস রয়েস ইঞ্জিন এবং সিমেট্রি ফ্লাইট ডেক।

পাশাপাশি এই প্লেনের অন্য বিশেষত্বগুলো হলো- নিজস্ব ওয়াই ফাই ব্যবস্থা, ২৮ ইঞ্চি x ২১ ইঞ্চির ২০ টি ডিম্বাকৃতি জানালা ও দু’টি শৌচাগার। ইলন মাস্কের বর্তমান ব্যক্তিগত বিমান জি৬৫০ইআর। মাঝে মাঝেই সফরের জন্য টুইটার কর্ণধার সেটি ব্যবহার করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom