নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথম নিউজ, ডেস্ক : নিখোঁজের দুই দিন পর চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহজাহানপুর ইউপির হরিশপুর গুচ্ছগ্রামের সেপটিক ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলহাজ (১৪) হরিশপুর মহলদারপাড়া গ্রামের বাবলুর ছেলে এবং স্থানীয় নরেন্দপুর উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শিশু আলহাজ নিখোঁজ ছিল। রাতে সে বাড়ি ফিরে না এলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। রোববার তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১১টার দিকে স্থানীয়রা আলহাজের বাড়ির অদূরে গুচ্ছগ্রামের সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ আলহাজের লাশ উদ্ধার করে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews