নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে। 

নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে নৌকা প্রতীকের সমর্থক ও কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারী সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারী বলেন, রোববার রাত ৮টার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর  ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের (ঈগল পাখি) সমর্থকরা নৌকা প্রতীকের ওই নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে  চেয়ার, দলীয় প্রধান ও দলীয় প্রার্থীর ছবি  ভাঙচুর করে। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেন বলেন, আমরা কারও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করিনি। জানি না কারা কীভাবে এ ঘটনা ঘটিয়ে আমাদের নামে বদনাম দিচ্ছে।

ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যোৎ সরকার  বলেন, কালামৃধা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আজ সকালে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।