দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, যাত্রী নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, যাত্রী নিহত

প্রথম নিউজ, নাটোর : নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর তরমুজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ব্যক্তির নাম শিপন হোসেন (৩৫)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।


বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে ঢাকার এয়ারপোর্ট থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। পথে ওই এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। ওই সময় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আরও তিন জন আহত হন।