দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শনিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। শনিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এর আগের ২৪ ঘণ্টায় বগুড়ায় সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দিনাজপুরে ৫২, সিলেটে ৪০, কুমিল্লায় ৩১, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩০, কিশোরগঞ্জের নিকলিতে ২৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮, ময়মনসিংহে ২২, কক্সবাজারে ২১, নীলফামারীর সৈয়দপুরে ১৬, নেত্রকোনায় ১৩ এবং নীলফামারীর ডিমলায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ টাঙ্গাইল, মাদারীপুর, ফেনী, কক্সবাজারের কুতুবদিয়া, নওগাঁওর বদলগাছী, রংপুর এবং বরিশালেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রবিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং সোমবার (০৬ জুন) সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews