দিল্লিতে ল্যাভরভ ও ব্লিঙ্কেনের মধ্যে আকস্মিক বৈঠক

ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখনই দিল্লিতে এই বৈঠকের খবর পাওয়া গেলো। 

দিল্লিতে ল্যাভরভ ও ব্লিঙ্কেনের মধ্যে আকস্মিক বৈঠক
দিল্লিতে ল্যাভরভ ও ব্লিঙ্কেনের মধ্যে আকস্মিক বৈঠক

প্রথম নিউজ ডেস্ক: জি-২০ সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি হয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেনে রুশ অভিযানের পর এটাই দুই দেশের শীর্ষ কূটনীতিকের প্রথম সাক্ষাৎ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখনই দিল্লিতে এই বৈঠকের খবর পাওয়া গেলো। 

সিএনএন জানিয়েছে, ল্যাভরভ ও ব্লিঙ্কেন প্রায় ১০ মিনিট নিজেদের মধ্যে আলোচনা করেন। এতে পল ওহেলানকে মুক্তি দেয়ার আহ্বান জানান ব্লিঙ্কেন। এছাড়া ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থণের পক্ষেও কথা বলেন তিনি। জানা গেছে, এই বৈঠক নিয়ে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। ব্লিঙ্কেনই প্রথম ল্যাভরভের দিকে এগিয়ে যান এবং বৈঠকের প্রস্তাব দেন। এর আগে সর্বশেষ এই দুই কূটনীতিক যখন বৈঠকে বসেছিলেন তখনও ইউক্রেন অভিযান শুরু করেনি রাশিয়া।

এদিকে জি-২০ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সদস্য দেশগুলোর মধ্যে এ নিয়ে মতভেদ থাকায় কোনো যৌথ বিবৃতি হবে না বলে জানিয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধকে অনর্থক ও অবৈধ বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকি সৃষ্টির অভিযোগ তুলেছেন। ভারত যদিও এমন সব ইস্যু তুলে ধরার চেষ্টা করেছে যা উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, আমরা ঐক্যের চেষ্টা করেছি কিন্তু দেশগুলোর মধ্যে বিভেদ অনেক বেশি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: