দোলার ওভারটেকে হানিফের সুপারভাইজার নিহত
প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হাবিব (৪৫)। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার ছিলেন। তবে তার পুরো পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের বাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় পৌঁছালে দোলা পরিবহনের একটি বাস তাকে ওভারটেক করতে যায়। এসময় দোলা পরিবহনের বাসটি হানিফ পরিবহনকে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইজার হাবিব মারা যান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এমরান আলী বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম -ঠিকানা জানা যায়নি।