দৌলতপুরের চিলমারীতে প্রতিপক্ষের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু!
প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়নে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষ, হামলা পাল্টা হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় দগ্ধ হয়ে দুই মারা গেলেন। তারা ঢাকা বার্ণ ইউনিটিতে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে মারা দগ্ধ আক্তার মন্ডল (৩৭) কিছুক্ষণ আগে মারা যান দিনু মন্ডল (৬৫)। এ মৃত্যুত খবরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আবারও হামলা-লুটপাটের আশংকায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।
উল্লেখ্য : গত ২৭ এপ্রিল চিলমারী ইউনিয়ন এলাকায় প্রতিপক্ষের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয় বেশ কয়েকজন। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট ও পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। তাদের মধ্যে আজ দিনু মন্ডল এবং আকতার মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছে দৌলতপুর থানার ওসি ও তার স্বজনরা।
শান্তিপ্রিয় চিলমারীতে আর ক'টা লাশ পড়লে বন্ধ হবে এলালার তিন বংশগত দ্বন্ধ...??