দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির লিফলেট বিতরণ

 দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির লিফলেট বিতরণ

প্রথম নিউজ, রাজবাড়ী : দেশে দ্রব্যমূলের উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর নেতৃত্বে জেলা বিএনপির একাংশ রেলগেইট এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে দলীয় কার্যালয়ের অভিমূখে আজাদী ময়দানের প্রবেশমুখে সংক্ষিপ্ত পথসভা করেন তারা।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশার সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসাইনসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির লিফলেট বিতরণ

সংক্ষিপ্ত পথসভায় লিয়াকত আলী বলেন এখন বাজারে ঢোকা যায় না, সব কিছু দাম আকাশ চুম্বি। ফলে এদেশ ও গণতন্ত্র বাঁচাতে হবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃরুদ্ধার ও জনগণের অধিকার আদায় করতে না পারবো ততদিন রাজপথে থাকবো।

তিনি আরও বলেন, এই সরকার সকল দিক দিয়ে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের অসহনীয় দাম হওয়ায় জনগণ দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছে। যাদের নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে। আমরা অতীতের মতো আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি ও থাকবো।