দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি
প্রথম নিউজ, ঢাকা : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।
এদিন আদালতে হাজিরা দেন সম্রাট। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন।
এছাড়া সম্রাটের বিদেশগমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানান তিনি। এদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নথিভুক্ত করে রাখেন এবং মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেপ্তারের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
গত বছরের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট। কারাগারে যাওয়ার ৩১ মাস পর মুক্তি মেলে তার।