ত্রিশালে ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বালুবোঝাই ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারীসহ দু’জন নিহত হন।
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে পার্কিং করা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় পথচারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর বড়পুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মিলন মিয়া (২৪)। তিনি স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া নিহত অপরজন ট্রাক হেলপার (৪০)। তার পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা বালুবোঝাই ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারীসহ দু’জন নিহত হন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহত ট্রাক হেলপারের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: