তুর্কিপন্থীদের কাছ থেকে আফরিন জঙ্গিদের দখলে, নিহত ২৭
তুরস্ক সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলোর কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনের দখল ছিনিয়ে নিয়েছে জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম
প্রথম নিউজ, ডেস্ক: তুরস্ক সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলোর কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনের দখল ছিনিয়ে নিয়েছে জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর মিত্র গোষ্ঠীগুলো।
এ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে। খবর রয়টার্সের।
এইচটিএস জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক সিরীয় শাখা। চলতি মাস এইচটিএসসহ অন্যান্য কট্টরপন্থিদের সঙ্গে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের উত্তেজনা শুরু হয়।
এক পর্যায়ে এইচটিএস ও এর মিত্ররা আফরিন শহর দখল করে নেয়। সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের কাছ থেকে ২০১৮ সালে আফরিনের দখল নিয়েছিল তুরস্কপন্থি বিদ্রোহীরা।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, এইচটিএস চলতি সপ্তাহে আলপ্পো প্রদেশের আফরিন শহরের পাশাপাশি তুরস্ক সমর্থিত থার্ড কোরের নিয়ন্ত্রণ থেকে আশপাশের গ্রাম ও ছোট শহরগুলোর দখলও ছিনিয়ে নিয়েছে। এসব লড়াইয়ে ১৯ বিদ্রোহী ও শিশুসহ আট বেসামরিক নিহত হয়েছে।
থার্ড কোরের মুখপাত্র হিশাম ইসকেফ জানিয়েছেন, লড়াই থামানোর জন্য শুরু হওয়া আলোচনা ব্যর্থ হওয়ার পর সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews