তফসিল জনগণের সঙ্গে তামাশা: চরমোনাই পীর
গতকাল বুধবার তফসিল পরবর্তী এক প্রতিক্রিয়ায় বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নেবে না।
প্রথম নিউজ, অনলাইন: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নির্বাচনী তফসিল বলেছেন, জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সঙ্গে তামাশার শামিল।
গতকাল বুধবার তফসিল পরবর্তী এক প্রতিক্রিয়ায় বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নেবে না।
তিনি বলেন, আজকের নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দেবে না। নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল ১৬ই নভেম্বর, বৃহস্পতিবার, দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।