তিন খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

তিন খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা, খাদ্য এবং প্রকৌশল খাতের শেয়ারের বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ফলে মঙ্গল ও বুধবার টানা দুদিন পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। তবে তার আগের দুদিন রবি ও সোমবার দরপতন হয়েছিল।


ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭০ প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫৪৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৬৯ লাখ ৯ হাজার টাকা।অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২টির। বিপরীতে কমেছে ৯১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফের শেয়ার। পরের তালিকায় রয়েছে বিএনও লুব-রেফের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, এডিএন টেলিকম, রয়েল টিউলিপ সী পার্ল, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ, ওরিয়ন ইনফিউশন এবং সিএনএ টেক্সটাইল লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৯টির দাম।

দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার ৬৬৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকার।