তেজগাঁওয়ে কারখানায় দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

 তেজগাঁওয়ে কারখানায় দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় আহত হয়ে মো. কামরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মদিনা গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

কামরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মাসুদ জানান, কারখানায় ওয়াশিং মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত মাথায় আঘাত পান কামরুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কামরুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার বোগাদাও এলাকায়। ঢাকায় তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।