ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের
মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার (৬ নভেম্বর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই বৃদ্ধের দেহে পচন ধরে গিয়েছিল। প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধের নাম ও পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।