ঢাকা-১৭ আসনে অনিয়ম ঠেকাতে তদন্ত কমিটি গঠন ইসির

ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   

ঢাকা-১৭ আসনে অনিয়ম ঠেকাতে তদন্ত কমিটি গঠন ইসির

প্রথম নিউজ, ঢাকা: আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি যেকোনো অনিয়মের তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদানে ইসির কাছে সুপারিশ করবে।

ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে একাদশ জাতীয় সংসদের শূণ্য ঘোষিত ঢাকা-১৭ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধে ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হলো।  

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ জুন। প্রতীক বরাদ্দ হয়েছে ২৬ জুন এবং আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।

এর আগে, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে। ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।