ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা চলতে দেওয়া হবে না : মেয়র তাপস
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ধাপে ধাপে এসব অনিবন্ধিত রিকশা সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী বন্ধ করা হবে।
বুধবার ধানমন্ডি ২/এ এলাকায় রিকশা স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত রিকশা ছাড়া অন্যান্য সকল রিকশা অবৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং অবৈধ রিকশা ব্যাটারিচালিত হোক কিংবা অনিবন্ধনকৃত পায়ে চালিত রিকশা হোক এগুলো ঢাকা শহরে চলতে পারবে না। এই কার্যক্রম একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধাপে ধাপে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এটি বাস্তবায়ন করব। রিকশা মালিক সমিতিও রাজি হয়েছে যে, নিবন্ধিত রিকশা ছাড়া ঢাকা শহরে তারা আর কোনো রিকশা পরিচালনা করবেন না।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। আমরা চাইব, ঢাকা শহরে শুধু বৈধ নিবন্ধনকৃত রিকশা চলাচল করুক। সেজন্য আমরা রিকশা মালিক সমিতির সঙ্গে বসেছি। আজকেও তারা উপস্থিত আছেন। তারাও রাজি হয়েছেন, এখন থেকে নির্ধারিত স্থান থেকেই তারা রিকশা সেবা পরিচালনা করবেন। তারই পরিপ্রেক্ষিতে সড়ক নম্বর-২ এর ভেতরে ১০টি রিকশা রাখার স্থান আমরা নির্ধারণ করে দেব। জায়গাটা রং দিয়ে, স্ট্যান্ড দিয়ে সুন্দর একটি পরিবেশ আমরা করে দেব এবং তারাই এটা পরিচালনা করবেন। আমরা এই দায়িত্বটা তাদেরকেই দিচ্ছি।
শেখ তাপস বলেন, আমরা মনে করি, ঢাকা শহরে রিকশা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ একটি বাহন। যা দিয়ে এখনো ঢাকা শহরে প্রায় ৩০ ভাগ মানুষ যাতায়াত করে। সুতরাং এই গণপরিবহনকে আমাদের শৃঙ্খলাবদ্ধ করতে হবে। যাতে করে মানুষ সেখান থেকে আরও সুফল পায়। আমরা চাই, নির্ধারিত জায়গা থেকে যাত্রীরা রিকশায় উঠবেন এবং নির্ধারিত জায়গায় আবার নেমে যাবেন। সুতরাং তাদের যাতায়াতের যে কার্যক্রম রয়েছে তা শৃঙ্খলার আওতায় আসবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সাত মসজিদ সড়ক, ধানমন্ডির পশ্চিম প্রান্তের ঝিগাতলা, হাজারীবাগে ব্যাপক জনগোষ্ঠীর যে যাতায়াত ব্যবস্থা, সেটিকে আরও সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার জন্য নির্ধারিত স্থানে রিকশা স্ট্যান্ডের ব্যবস্থা করছি।