টিসিবি’র পণ্য বিক্রি শুরু ফ্যামিলি কার্ডে

দেশের এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি’র পণ্য বিক্রি শুরু ফ্যামিলি কার্ডে
টিসিবি’র পণ্য বিক্রি শুরু ফ্যামিলি কার্ডে

প্রথম নিউজ, ঢাকা : দেশের এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী বলেন, শোকাবহ আগস্ট মাসে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পিয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করা হলো। এসব পণ্য এক কোটি কার্ড হোল্ডারের কাছে বিক্রি করা হচ্ছে। টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য অনেকে টাকা নিচ্ছে-এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে সে রকম কোনো খবর নেই। টাকা-পয়সা নেয়ার প্রশ্নই আসে না। এ রকম যদি হয়, তাহলে আমরা দেখবো। আমরা চাই, ফেয়ার অবস্থা থাকুক। যদি কোনো অনিয়ম থাকে, উদ্যোগের অভাব থাকে, কোনো কারণে যদি পিছিয়ে থাকে, শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, দরিদ্র পরিবারগুলোকে কম দামে পণ্য দিতে পরিবার কার্ড চালু করেছে সরকার। এর মাধ্যমে তিন হাজারের বেশি পরিবেশকের মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারের কাছে টিসিবি’র পণ্য সরবরাহ করা হবে। টিপু মুনশি বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট দূর করার জন্য সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এদিকে মাসের শুরুতে টিসিবি’র পণ্য পেয়ে খুশি ভোক্তারা। 

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom