টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত ইমরুল কায়েস
প্রথম নিউজ, ডেস্ক : ইংল্যান্ডের ওভালে মাঠে গড়িয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এই জমজমাট ফাইনাল দেখতে গ্যালারিতে আছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
ছবি প্রকাশ করে সেই ক্যাপশানে লিখেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখছি। ইমরুলের সঙ্গে মাঠে আছেন তার জাতীয় দলের আরেক সতীর্থ এনামুল হক জুনিয়র।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় অজি বাহিনী। গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন উসমান খাজা। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।
টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। প্রথম আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল। তবে এবার প্রথমবারের মতো টেস্ট ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।